189258

আজীবন নিষিদ্ধ অনন্য মামুন

মালয়েশিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আদম পাচারের অভিযোগে পুলিশের হাতে বন্দী রয়েছেন চিত্রপরিচালক অনন্য মামুন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি প্রথমে তার সদস্য পদ স্থগিত করলেও শনিবার তাকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সমিতির সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর জানান।

আকবর বলেন, সে যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। সে পুনরায় আবেদন করলেও এটা আর বিবেচনা করা হবে না।

তিনি বলেন, মামুন মালয়েশিয়ান পুলিশের কাছে তো দোষ স্বীকার করে নিয়েছে। তার দায় পুরো চলচ্চিত্র পরিচালক সমিতি নিতে পারে না। তাছাড়া আমরা বাংলাদেশে থাকা মালয়েশিয়ান দূতাবাসে চিঠি দিয়েছিলাম, সেখান থেকেও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে সকল সদস্য মিলে তাকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামুন চাইলে আদালতে যেতে পারবে বলে তিনি জানান। সেক্ষেত্রে সমিতি বিষয়টি আইনিভাবে লড়াই করবে।

আকবর বলেন, মামুন এখন থেকে চলচ্চিত্র নির্মাণে সমিতির কোন প্রকার সহয়তা পাবে না।
অনন্য মামুনের নির্মাণাধীন ‘বন্ধন’র কী হবে? সেটি কার নামে সেন্সর হবে?
আকবর এ ব্যাপারে বলেন, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সময় হোক সকল সিদ্ধান্তই জানানো হবে।

গত ২৪ ডিসেম্বর অনন্য মামুনকে ৫৭ জনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে আদম পাচারের অভিযোগে মালয়েশিয়ান পুলিশ আটক করে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক একটি কঠোর আইনে গ্রেফতার হওয়া নির্মাতার দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

ad

পাঠকের মতামত