189037

থার্টি ফার্স্ট নাইটে আসছে পুনম চমক

বড়দিনের আসর একাই মাতিয়ে দিয়েছিলেন। ইরোটিক ক্রিসমাস সেলিব্রেশনে নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়েছিলেন তিনি। বর্ষবরণেও তার পরিকল্পনা একইরকম। নয়া ভিডিও ফ্যানদের উপহার দিতে চান পুনম পা-ে। চলছে তার রিহার্সাল। সে ভিডিওই আপাতত ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

এদিকে ২০১৬ সালের বড় দিনে ‘জিঙ্গেল বুবস’ শিরোনামের একটি ভিডিও মুক্তি দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি। তাই চলতি বছরেও এ আগ্রহ খুঁচিয়ে দেন পুনম নিজেই। জানান, পুরনো ভিডিওর কথা মনে আছে? এবারও কি এরকম একটা ভিডিও হবে?’ পুনম জল্পনা বাড়িয়ে দিতেই নেটদুনিয়ায় তার ফ্যানরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। নতুন ভিডিওর আবদার জানাতে থাকেন। সুতরাং, ভিডিও যে আসছে তা প্রায় নিশ্চিতই ছিল। কথা রেখেছিলেন পুনম।

তার ইরোটিক ক্রিসমাস ভিডিও এবারের বড়দিনের হট কেক ছিল বলা যায়। যথারীতি এবারও সাহসী ও বোল্ড তিনি। পরনের পোশাক খুলে দিতে দ্বিধা করেননি। তবে এবার সবই সাদা-কালো। এদিকে বড়দিনের পর এবার পুনমের বর্ষবরণের ভিডিও নিয়েও আগ্রহ তুঙ্গে। টিজারে দেখা যাচ্ছে ‘বিড়ি জ্বালাইলে’ গানে নাচের রিহার্সাল করছেন তিনি। আপাতত ইনস্টাগ্রামের সে ভিডিও দেখেই আঁচ পাওয়া যাচ্ছে নিউ ইয়ারটা কতটা স্পেশাল করে রাখতে চান পুনম। ভক্তদের এক কথায় জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইটে চমক আসছে।

ad

পাঠকের মতামত