189051

অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে রাতভর ধর্ষণের অভিযোগ

সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে রাতভর ধর্ষণ করেছে (৩৮) এক বখাটে। গতরাতে সাভার পৌর এলাকার গেন্ডা বিলপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায় গতকাল সকালে কেরানীগঞ্জ মডেল থানার চরজগতলানাথপুর গ্রামের গৃহবধূ সাভারের গেন্ডায় তার ফুফাতো ভাই সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে আসে। পরে রাতে ওই গৃহবধূ একটি স্কুলের সামনে গেলে গেন্ডা এলাকার লালমিয়া মাদবরের ছেলে মোশারফ মাদবর তাকে ধরে একটি পুকুরপাড়ে নিয়ে গলায় ছুরি ধরে রাতভর ধর্ষণ করে ভোরবেলা তাকে ছেড়ে দেন। পরে ওই গৃহবধূ বাসায় গিয়ে তার আত্মীয় স্বজনদের ধর্ষণের বিষয়টি খুলে বলেন।

এদিকে অভিযুক্ত ব্যক্তি মোশারফ মাদবরের ভাই সাভার থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিষ্টু বলেন এ অভিযোগ মিথ্যা, সাজানো। জমি নিয়ে বিরোধ থাকায় ওই নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের ঘটনা সাজানো হচ্ছে।

অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শীর্ষনিউজ

ad

পাঠকের মতামত