
তিন দিন ধরে মৃত বোনের দেহ আগলে ডাক্তার ভাই!
তিনদিন ধরে মৃত বোনের দেহ সৎকার না করে তারই সঙ্গে বসবাস করছিলেন বড় ভাই। এই অস্বাভাবিক কাণ্ডটি ভারতের হাওরা জেলার উলুবেড়িয়া ময়রাপাড়ার।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দোতলা জরাজীর্ণ বাড়িতে ধুই বোন করবী ও পূরবীকে নিয়ে বসবাস করতেন বড় ভাই নীলমণি ধাড়া। এর মধ্যে বোন করবী অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন উলুবেড়িয়া হাসপাতালে। সেখানেই গত ২৪ ডিসেম্বর মৃত্যু হয় তার। মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে আসেন নীলমণি। কিন্তু সৎকার করেননি। বুধবার সকালে মৃতদেহ থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। তখন স্থানীয় নেতাজি বয়েজ ক্লাবের সদস্যরা যোগাযোগ করেন ৭০ বছরের বৃদ্ধ নীলমণির সঙ্গে। তিনি জানিয়ে দেন সৎকার করার টাকা নেই তাই দাহ করবেন না বোনের দেহ। এমনকি এ ব্যাপারে কারও সাহায্যও নিতে চাননি তিনি।
শেষমেশ খবর যায় উলুবেড়িয়া হাসপাতালে। অবশেষে পুলিশ এসে বুঝিয়ে মৃতা করবী (৫৬) দেহ সৎকারের ব্যবস্থা করে। সৎকারের খরচও জোগাড় করে দেয় পুলিশই।
কলকাতার এক হাসপাতালে অ্যানাটমির অধ্যাপক হিসেবে কাজ করতেন ডাক্তার নীলমনি। কতৃপক্ষের সঙ্গে ঝামেলার জেরে চাকরি যায় তার। পাননি পেনশন বা অন্য কোনও আর্থিক সাহায্য। তাই অভাব ছিল সংসারে। টাকার অভাবেই নাকি সৎকারের ব্যবস্থা করেননি নীলমণি‚ এমনটাই জানিয়েছেন। প্রায় ৪০ বছর ধরে ময়রাপাড়ায় থাকলেও পাড়ায় কারও সঙ্গেই সদ্ভাব ছিল না ধাড়া পরিবারের। যে ঘরে সোয়ানো ছিল মৃত করবীর মৃতদেহ‚ তার পাশের ঘরেই ছিলেন অন্য বোন পূরবীও। তারও আচার আচরণ স্বাভাবিক নয় বলেই দাবি পড়শিদের।