188682

স্বাধীনতাকামী নেতাকে হত্যা করল ভারত, বিক্ষোভে উত্তাল কাশ্মীর

মঙ্গলবার কাশ্মীরে স্বাধীনতাকামী এক নেতাকে হত্যা করেছে ভারতীয় পুলিশ। শ্রীনগর শহরের বাইরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারত শাসিত কাশ্মীর প্রশাসন।

নিহত নুর মুহাম্মদ তানতারি (৪৭) পাকিস্তানপন্থী জাঈস-ই-মোহাম্মদ (জেইএম) এর একজন কমান্ডার বলে দাবি করেছে পুলিশ। তারা জানায়, তানতারির সাথে প্রচণ্ড বন্দুকযুদ্ধ হলে সেখানে নিহত হন তিনি।

পুলিশ জানায়, পুলওয়ামা জেলার একটি বাড়িতে দুইজন যোদ্ধা নিয়ে লুকিয়ে ছিলেন তানতারি।

এদিকে তানতারি নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মীরের শত শত মানুষ রাস্তায় নেমে পড়ে এবং ভারতবিরোধী স্লোগান দেয়। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। তানতারির জানাযায় মানুষের ঢল নামে। নারী-পুরুষ তাকে এক নজর দেখার জন্য তার গ্রামে ভীড় করে।

২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে আত্মঘাতী হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে তানতারির বিরুদ্ধে অভিযোগ আনে সরকার। ২০০৩ সালে দিল্লী থেকে তাকে গ্রেফতার করে আদালতে কাঠগড়ায় তোলা হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরবর্তীতে ২০১৫ সালে প্যারোলে মুক্তি পান তিনি।

পরিকল্পিত অভিযানে তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করে কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল শেষ পল ভেইদ বলেন, প্যারোলে মুক্তি পেয়েই তিনি জেইএম’র দক্ষিণ ও মধ্য কাশ্মীরের দায়িত্ব নেন। সামরিক সাঁজোয়া যানের ওপর হামলার পরিকল্পনা করছিলেন তিনি। সূত্র: বিবিসি।

ad

পাঠকের মতামত