যে ইচ্ছাটি পূরন হয়নি মান্নার জীবনের
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নায়ক ছিলেন মান্না। সাধারন কোন চরিত্রকেও অসাধারন ভাবে ফুটিয়ে তোলে জয় করে নিয়েছিলেন কোটি মানুষের হৃদয়। মৃত্যুর আগে যেমন জনপ্রিয় ছিলেন, তার থেকে একটুও কমেনি মৃত্যুর পর। আর মান্নার ভক্তের উপর নির্মিত “অন্তর জ্বালা” ছবিটির জনপ্রিয়তা এখনো মান্নার জনপ্রিয়তারই যেন প্রমান। ২০০৮ সালে মাত্র ৪৪ বছর বয়সে থমকে যায় মান্নার জীবন প্রদীপ।
জীবনকালে নায়ক মান্নার একটা ইচ্ছা ছিল যা তার পূরন হয়নি। আর সেই ইচ্ছাটি ছিল মান্না
চেয়েছিলেন মানুষের সেবা করতে। আর সেজন্য রাজনীতিতে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে মানুষের সেবা করার সেই ইচ্ছা পূরন হয়নি মান্নার।
মৃত্যুর আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অনুষ্ঠানটির উপস্থাপক অপি করিম মান্নাকে জিজ্ঞাস করেছিল, কখনো কি নির্বাচনে অংশ নেয়া ইচ্ছে আছে আপনার? হাসিমুখে উত্তর দিয়ে মান্না বলেছিলেন, ‘আমি নির্বাচন করবো। টু অর টুমোরো আমি নির্বাচনে অংশ নেব। আমার ভীষণ ইচ্ছে আছে। তবে সেটা সেবামূলক ভাবনা থেকেই। ”
কিন্তু মান্নার সেই সময়টি আর আসেনি তার জীবনে।










