গ্রেপ্তার আতঙ্কে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন তারকা শিল্পীরা
মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ান পুলিশ বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে আটক করেছে। সোমবার দুপুরে মালয়েশিয়ার বাংলাদেশি কমিউনিটির একজন অভিবাসী বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়া থেকে বেশ কয়েকটি সূত্র জানায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মামুন মানবপাচার ব্যবসার সাথে জড়িত। সেখানে মানবপাচারের অর্থ নিয়ে বনিবনা না হওয়াতে নিজের লোকজন দিয়ে তাদের আটকে রাখেন মামুন।
রাত ফ্ল্যাট থেকে মানুষের চিৎকার শুনে স্থানীয়রা মালয়েশিয়ান পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে সেখান থেকে আটক করে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে। মামুন ছাড়াও তার সহযোগী শ্যামসহ আরো ৫৭ জন আটক পুলিশ ।
এদিকে এ ঘটনায় বেশ বিপাকে পড়েছে ‘বাংলাদেশ নাইটস’ অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীরা। সবাই এই বিষয়টি নিয়ে খুব বিব্রত পরিস্থিতি মধ্যে পড়াছেন। সবার মধ্যে উদ্যোগ উৎকন্ঠা লক্ষ করার যাচ্ছ।
উল্লেখ্য মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘বাংলাদেশ নাইটস’ অনুষ্ঠানে অংশ নিতে দেশটির রাজধানী কুয়ালালামপুর যান ঢাকার শোবিজের একঝাঁক তারকা। ২২ ডিসেম্বর কুয়ালালামপুর যান সবাই।
অনুষ্ঠান ভালোভাবে শেষ হলেও রোববার স্থানীয় সময় রাতে সেখানে আয়োজকদের অন্যতম চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে আদম পাচারের অভিযোগে আটক করে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ। এ অবস্থায় বেশ উৎকণ্ঠায় পড়েন শোতে অংশ নিতে যাওয়া শিল্পীরা।
ফলে সোমবার রাতেই নিজেদের উদ্যোগে দেশে ফিরছেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা। একাধিক সূত্র শিল্পীদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
‘বাংলাদেশ নাইটস’-এ অংশ নেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, সাঞ্জু জন, আইরিন সুলতানা, মিষ্টি জান্নাত, আশনা হাবিব ভাবনা, কবির তিথিসহ অনেকে। দেবাশীষ বিশ্বাস অনুষ্ঠানটি উপস্থাপনা করেন । অনন্য মামুন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
সঙ্গীতশিল্পী আসিফ আকবর জানালেন, তিনি বর্তমানে পেনাং রয়েছেন। ২৭ ডিসেম্বর তার দেশে ফিরবেন বলে জানিয়েছেন।










