188272

হঠাৎ বর-কনে সাজে শাকিব-ববি

ভারতের হায়দরাবাদে ডিসেম্বর ১ তারিখ থেকে চলছে তরুন নির্মাতা রাশেদ রাহার ‘নোলক’ সিনেমার শুটিং। এই ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ববি।

ছবিটির বিভিন্ন ছবি ইতমধ্যে বিভিন্ন সময় ফেসবুকে প্রকাশ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর) শাকিব তার ফেসবুক ফ্যান পেজে একটি ছবি শেয়ার করেছেন। যাতে বর ও কনে সাজে আছেন শাকিব ও ববি।

রোমান্টিক ঘরানার এই সিনেমার পরিচালক রাশেদ রাহা। এর আগে কয়েকটি নাটক নির্মাণ করলেও এটিই তার প্রথম সিনেমা। ‘নোলক’ ছবির কাহিনীতে উঠে আসবে দুই পরিবারের দীর্ঘ বছরের ঐতিহ্য।

ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। শাকিব খান ও ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ।

ad

পাঠকের মতামত