বুবলি আর মেহজাবিনের সাথে মঞ্চ মাতালেন শুভ!
বুবলি আর মেহজাবিনের সাথে গতকাল সানসিল্ক নকশা বিয়ে উৎসবে মঞ্চ মাতালো আরফিন শুভ। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সালসিল্ক নকশা বিয়ে উৎসবে’। ছবিগুলোতে বুবলি আর মেহজাবিনের সাথে দারুণ লাগছে শুভকে।
ছবিগুলো পোস্ট করার সাথে সাথে ভক্তদের হাজার হাজার লাইক আর কমেন্টে ভরে যায়। এক ভক্ত আক্ষেপ করে লিখেছেন, ‘এটি কখন কোথায় হলো দেখতে পারলাম না’।
আরেক ভক্ত লিখেছেন, ‘তুমি হবে প্রথম বডি বিল্ডার নায়ক মেড বাই বাংলা তোমার জনপ্রিয়তা সালমান বা শাহরুখ কে ছাড়িয়ে যাবে খাবারে চর্বি পরিহার করো ফিট থাকবে হিট হবে’। আরেক ভক্ত লিখেছেন, ‘নাম্বার ওয়ান আরফিন শুভ’। আরেকজন লিখেছেন, ‘শুভ বুবলী খুব সুন্দর জুটি হবে’।
আরেক ভক্ত বুবলিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বুবলি আপুকে অনেক সুন্দর লাগছে, তিনজনকে অনেক সুন্দর লাগছে’। উল্লেখ্য, আরফিন শুভ মডেলিং দিয়ে বিনোদন জগতে পদার্পণ করেন। পরবর্তীতে কাজ করেন নাটকে। তবে তার প্রথম সিনেমা হলো জাগা। তিনি শুধু নায়ক না খলনায়কের ভূমিকায়ও অভিনয় করেন।
একজন খলনায়ক হিসেবে প্রথমবারের মত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের সাথে অভিনয় করে দর্শকমহল থেকে ব্যাপক প্রশংসা পান। সম্প্রতি শুভ ‘ঢাকা অ্যাটাক সিনেমার জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন। এই মুভিটি তাকে দেশ আর দেশের বাইরে জনপ্রিয় করে তুলে।