187785

যেসব সাংবাদিক হতে চান এমপি প্রার্থী

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি এবার ব্যবসায়ী ও আমলাদের সাথে দেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দল থেকে সিনিয়র বেশ কয়েকজন সাংবাদিক নেতা মনোনয়ন প্রত্যাশী। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন। অন্যদিকে স্থানীয় নেতাকর্মীদের কাছে টানার পাশাপাশি নানা উপায়ে সাধারণ ভোটারদের মনোযোগ কাড়তেও ব্যস্ত তাঁরা।

জানা গেছে, কিছু কিছু আসনে অনেককে কেন্দ্র থেকেই ইতিমধ্যে সবুজ সংকেতও দেয়া হয়েছে, যাতে তাঁরা এলাকায় পরিচিত হওয়ার সুযোগ পান। এরই মধ্যে দু-দলের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকরা বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে গণসংযোগ করছেন। নেতাকর্মীদের সাথে সম্পর্ক বাড়াচ্ছেন।

ফেনী ২ (ফেনী সদর) আসনে আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী মনোনয়ন প্রত্যাশী। তিনি আশাবাদী দল থেকে এবার তাকে মনোনয়ন দেয়া হবে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের মধ্যে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সভাপতি শওকত মাহমুদ। তাঁর নির্বাচনী এলাকা (কুমিল্লা-৫, বুড়িচং-ব্রাহ্মণপাড়া)

রয়েছেন জাতীয় প্রেসক্লাবের দুইবারের সাবেক যুগ্ম সম্পাদক, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী। তাঁর নির্বাচনী এলাকা (চট্টগ্রাম-২, ফটিকছড়ি)। আগামী নির্বাচনে মনোনয়ন চাইবেন কিনা জানতে চাইলে সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, ‘জনগণের সেবার ব্রত নিয়েই আমার রাজনীতিতে আসা। আমার রাজনীতির মূল উদ্দেশ্য সুখে-দুঃখে মানুষের পাশে থাকা। দল এবং আমাদের নেত্রী চাইলে আমি আগামী নির্বাচনে অংশ নেবো।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) (একাংশের) সাবেক মহাসচিব এম এ আজিজ তার নির্বাচনী এলাকা (পাবনা-১,সাথিয়া,বেড়া) অঞ্চল থেকে তিনি মনোনয়ন চাইবেন।

অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।

এ বিষয়ে শফিকুর রহমান ব্রেকিংনিউজকে বলেন, এলাকার মানুষের সঙ্গে আমারে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। নিয়মিত এলাকায় যাই। বর্তমানে এমপি না হলেও এলাকার উন্নয়নে আমার উদ্যোগী ভূমিকা রয়েছে।’ তার বিশ্বাস, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁকেই বেছে নেবেন।

(আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) উপজেলা নিয়ে ফরিদপুর-১ আসন। সারা দেশের মতো এখানেও বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন প্রত্যাশীরা নেমেছেন জনসংযোগে। প্রচারও চলছে বেশ জোরেশোরে। এই আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস ২৪.কমের সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি আলফাডাঙ্গা উপজেলার সন্তান। এলাকার অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। নির্বাচনকে সামনে রেখে নিয়মিত এলাকায় যাচ্ছেন। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলাতে নিয়মিত গণসংযোগ করছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে দৈনিক সমকাল সম্পাদক প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ার আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। এছাড়া সাবেক সাংবাদিক ও বর্তমানে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২) ১৪ দলীয় জোট থেকে এবং ব্রেকিংনিউজ.ডট.কম সম্পাদক মাইনুল ইসলাম (টাঙ্গাইল-৩) বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে।

ব্রেকিংনিউজ

ad

পাঠকের মতামত