তিশা নেই এবার শার্লিনাকে নিয়ে দেশের বাহিরে হাবিব
বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ফুয়াদের সংগীতায়োজনে গাইলেন হাবিব। অর্থাৎ একজন কম্পোজারের কম্পোজে গাইলেন আরেক কম্পোজার। ‘চলো না’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।
গানচিল মিউজিকের ব্যানারে তৈরি এই গানটির ভিডিও নির্মাণ করছেন তানিম রহমান অংশু। ২৬ ও ২৭ ডিসেম্বর শ্রীলঙ্কায় হবে শুটিং। চলছে জোর প্রস্তুতি। এতে নায়ক হিসেবে থাকছেন হাবিবই। আর নায়িকা হচ্ছেন শার্লিনা হোসাইন।
এর আগে তানজিন তিশার সাথে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল হাবিবকে, এরপরেই তাদের প্রেমের শুরু হয় এমনকি হাবিবের সংসারও ভাঙে। এদিকে গেল বছরও শার্লিনাকে নিয়ে তৈরি হয় হাবিবের ‘মনের ঠিকানা’ গানের ভিডিও। সেই কাজের প্রায় এক বছর পর আবারও মিউজিক ভিডিওতে মুখোমুখি হচ্ছেন হাবিব-শার্লিনা জুটি।
২০১৮ অন্যতম আকর্ষণ হিসেবে এই গান ও মিউজিক ভিডিও গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল এবং দেশের সব অডিও-ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।