184911

মায়ের ইঙ্গিতে মেয়েকে নিয়মিত যৌন হেনস্থা করতেন বাবা!

নিজের তরুণী মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে গেছেন। মায়ের সম্মতিতেই মেয়েকে নিয়মিত ধর্ষণ করতেন বাবা। এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের ভাসাই নগরীতে।
ভারতের সংবাদমাধ্যম কলকাতা২৪ ডটকম বুধবার এ ঘটনায় সংবাদ প্রকাশ করে।

সেখানে বলা হয়, ২৪ বছর বয়সী ওই নির্যাতিতা জানিয়েছেন, দিনের পর দিন তার নিজের বাবাই তাকে ধর্ষণ করতেন। এমনকি তার মায়ের সম্মতিতেই চলত এই নির্মম অত্যাচার। এই ধর্ষণের জেরে চারবার গর্ভবতী হয়ে পড়েছিলেন ওই নির্যাতিতা মেয়েটি। কিন্তু তার মা তাকে জোর করে মেয়েটির গর্ভপাত করতে বাধ্য করেন

এই ঘটনায় অভিযুক্ত মেয়েটির বাবা নিজেকে বাসাইয়ের স্বঘোষিত গুরু হিসেবে দাবি করেন।

মেয়েটি আরো জানিয়েছেন, বছরের পর বছর ধরেই এই অত্যাচার তাকে সহ্য করতে হত। এমনকি মেয়েটির প্রথম বিয়েটাও ভেঙে গিয়েছিল তার বাবার কারণেই। এমনকি তার মা তাকে জোর করতেন তার বাবার সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হতে।

চলতি বছরের জুলাই মাসে মেয়েটির বিয়ে হয়। কিন্তু এরপরও বাবা-মায়ের অত্যাচার থেকে মুক্তি পাননি মেয়েটি। অবশেষে, স্বামীর সাহায্য নিয়েই পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মেয়েটি। বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছেন মেয়েটির মা-বাবা।

ad

পাঠকের মতামত