
পৃথিবীর সেরা ধোনি বিল গেটস এর ৬০০ কোটি টাকার বাড়ির কিছু অবাক করা তথ্য
১. বিল এর বাড়িটি তৈরী হতে প্রায় ৭ বছর সময় নেয় |
২. তার বাসা এক ধরণের স্ক্রিন দ্বারা পরিবেষ্টিত যা স্পর্শেই পরিবর্তন করে তোলে দেয়ালের পেইন্টিং গুলি কে যেটা কিনা তার অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার
৩.তার বাসার সুইমিং পুল এর আয়তন প্রায় ৬০ ফিট এবং সেকানে আন্ডার ওয়াটার সাউন্ড সিস্টেম ও লকার আছে |
৪. যারা বিল এর বাসায় ভিসিটর হিসাবে যান তারা সবাই একটি করে চিপ পেয়ে থাকেন যা অ্যাডভান্স টেকনোলজির একটি অংশ |
এই চিপ এর মাধম্মে ভিসিটর এর টেম্পারেচার এবং লাইট কন্ট্রোল করা হয় তাদের ইচ্ছা মতো |
৫. তার সবচাইতে আকর্ষণীয় যে স্থান সেটা হলো লাইব্রেরি, যার আয়তন ২৩০০ স্কোয়ার ফুট | পড়ার জন্য আছে ২২ ফুট ডিসপ্লে |
৬ . সে তার ৬৬০০০ স্কোয়ার ফুট বাসায় রেখেছেন ৬ টি কিচেন যা অনেক সময় ম্যানেজ করেন রোবট দ্বারা |
৭. বিল গেটস এর বাড়ির কিছু বিম গাছ দ্বারা তৈরী যার নাম ডগলাস ফির যা প্রায় ৫০০ বছর এর পুরানো|