
আপনার নাতনির নামও সোফিয়া সেটা আমি জানি
তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডের মঞ্চে আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়ার।
প্রধানমন্ত্রী ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন ঘোষণার পরপরই হলুদ-সাদা জামদানির টপ আর স্কার্ট পরে মঞ্চে এল সোফিয়া।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরনেও ছিল হলুদ শাড়ি। দুজনের আলাপ হলো ইংরেজিতে।
শুরুতেই সম্ভাষণ জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘হ্যালো সোফিয়া, কেমন আছ। ‘
জবাবে সোফিয়া বলল- ‘হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী, আমি গর্ব অনুভব করছি। আপনার সাথে আজকের এই সাক্ষাৎ দারুণ ব্যাপার। ‘
সোফিয়া আরও বললো, আপনার নাতনির নামও সোফিয়া সেটা আমি জানি।
অবাক হয়ে প্রধানমন্ত্রী এ সময় অনুষ্ঠানের অতিথিদের জানান, তার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মেয়ের নামও সোফিয়া।
চার দিনের ডিজিটাল ওয়ার্ল্ডে যোগ দিতে সোমবার মধ্যরাতে ঢাকায় আসে সোফিয়া। তার চালক হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের জিওভানি লায়নও সঙ্গে আসেন।