
স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের চেষ্টাকালে গোপনাঙ্গ হারালেন কৃষক
পিরোজপুরের ইন্দুরকানীতে স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের চেষ্টাকালে গোপনাঙ্গ হারালেন সুফিয়ান (৫০) নামের এক কৃষক।
রোববার রাতে উপজেলার পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুফিয়ান পার্শ্ববর্তী গ্রামের মজিদ তালুকদারের ছেলে।
ভুক্তভোগী নারী ও স্থানীয়রা জানায়, রোববার রাতে সুফিয়ান ওই নারী ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নিজের সম্ভ্রম বাচাঁতে কৌশলে ব্লেড দিয়ে সুফিয়ানের পুরুষাঙ্গ কেটে দেন তিনি।
পরে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যান সুফিয়ান। স্থানীয় এক চিকিৎসক তার পুরুষাঙ্গে ৮টি সেলাই দেন। পরে সোমবার সকালে গুরুতর অবস্থায় তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্বামী পরিত্যক্তা ওই নারী পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমি ঘরে একা থাকায় এলাকার বখাটে কিছুলোক আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এদের একজন সুফিয়ান। তিনি রোববার রাতে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। বাধ্য হয়ে আমি এই কাজ করেছি।’
তবে আহত সুফিয়ানের স্ত্রী জানান, পান খাওয়ার কথা বলে তার স্বামীকে ডেকে নিয়ে ওই নারী তার পুরুষাঙ্গ কেটে দিয়েছেন।