
লজ্জা নয়, নিজের ইচ্ছার কথা বলুন সঙ্গীকে
স্বামী–স্ত্রীর সম্পর্ক ভালবাসার আদান–প্রদানের সঙ্গে নিজেদের যৌন ইচ্ছা ও চাহিদা নিয়েও আলোচনা করা দরকার বলে মত মনোবিদদের। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের সঙ্গীর সঙ্গে একান্ত বিষয়ে আলোচনা করতে সংকোচবোধ করেন। অস্বস্তি ও সংকোচ না করে অবশ্যই রোমান্টিকতার সঙ্গে নিজেদের কাম নিয়ে খোলামেলা আলোচনা করলে দুজনের মধ্যে বোঝাপড়া আরও সুদূঢ় হয়। আরও কিছু দিক নজর রাখতে হবে–
❏ প্রত্যেকটা মানু্ষের যৌন ইচ্ছা ও চাহিদা থাকে। এই নিয়ে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে খোলাখুলি আলোচনা করে নিলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় না। এই আলোচনা অনেক সময় সঙ্গীর দিকে রোমান্টিক বার্তাও বহন করে। মাথায় রাখবেন নিজের ইচ্ছা পূরণের জন্য জোর খাটাবেন না।
❏ কখনও কোনও যৌন সম্পর্কের কথা সঙ্গীকে গোপন করবেন না। আপনার অতীত সম্পর্ক থাকলে সেই সম্পর্কে আগে থেকে নিজের সঙ্গীকে জানিয়ে রাখুন। এতে আপনার প্রতি সঙ্গীর বিশ্বাস বাড়বে।
❏ সঙ্গী যৌনতা নিয়ে কী পছন্দ করেন এবং কী করেন না সেই ব্যাপারে খোলাখুলি আলোচনা করে নিন।
❏ আপনার সঙ্গী বা সঙ্গিনী অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে আছেন কিনা তাও জানার চেষ্টা করবেন।