
কোথাও খুজে পাওয়া যাচ্ছে না অপু বিশ্বাসকে!
শাকিবের কাছ থেকে ‘তালাকনামা’ পাওয়ার পর থেকে নায়িকা অপু বিশ্বাসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বজনদের কেউ বলছেন না তিনি কোথায় আছেন। কারো ফোনও ধরছেন না। রাজধানীর নিকেতনে তার ফ্ল্যাটও তালাবদ্ধ।
সোমবার বিকেলে অপুকে তালাকনামা পাঠান নায়ক শাকিব খান। এরপর থেকেই অপুর খোঁজে নেমে পড়েন সাংবাদিকরা। ফোনে না পেয়ে তার বাসায় গিয়ে সাংবাদিকরা দেখতে পান বাইরে থেকে তালা দেয়া।
ভবনের নিরাপত্তারক্ষী মিলন মিয়া জানান, ম্যাডাম বিকেলের দিকে বাসা থেকে বেড়িয়ে গেছেন। এরপর আর ফেরেননি।
জানা গেছে, গত ৩০ নভেম্বর শাকিবের পক্ষ থেকে তার আইনজীবী তালাকের নোটিশ পাঠান। কিন্তু অপু বিশ্বাস তা গ্রহণ করেননি। অপুর নিকেতনের বাসা ছাড়াও তালাকের নোটিশটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয় এবং অপুর বগুড়ার বাসার ঠিকানায় পাঠানো হয়। তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।
শাকিবের নোটিশে তালাকের কারণ হিসেবে কী লেখা হয়েছে তা জানতে চাইলে শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, প্রথম কারণ অপু সন্তানকে কাজের লোকের কাছে রেখে বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় কারণ অপু তার নির্দেশ মেনে চলেন না।
দীর্ঘদিন ধরেই অপু-শাকিবের সংসার ভাঙার গুঞ্জন চলছিল। অবশেষে তা সত্যি হলো।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। দীর্ঘ ৬ বছর তারা বিয়ের কথা গোপন রেখেছিলেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে জন্ম নেয়। পরে অপু একটি টিভি লাইভ শোতে তাদের বিয়ে ও সন্তানের খবর ফাঁস করে দেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শাকিব। উৎস: নিউজবাংলাদেশ