184248

‘আমরা নয় মাসে কোন প্রমাণ পাইনি শাকিব অপুর সাথে সংসার করতে চায়’

আমরা শাকিবকে অপুর সাথে বিয়ের নয় মাসে কোন প্রমাণ পাইনি, তার সংসার করার কোন ইন্টেশন ছিল।
মিথিলা ফারজানা’র একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত একথা বলেন। অনুষ্ঠানে আরো ছিলেন প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র ফোরামরে সাংগঠনিক সম্পাদক এমডি ইকবাল।

অনুষ্ঠানে শ্যামল দত্ত বলেন, একটা সংসারে মেয়ের অবদান সবচেয়ে বেশি। আমরা নয় মাসে কখনোই দেখি নাই শাকিব অপুর সাথে সংসার করতে চায়। এর কোন প্রমাণ আমরা পাইনি। শাকিব চাইছিলোই তো অপু কখন যাবে। যেখানে সন্তান হয়ে গেছে। তারপর শাকিবের কোন দায়িত্ব আমরা দেখিনি। সে খালি বলছে টাকা দিয়েছে। একটা সর্ম্পকে খালি টাকাটাই কি সব।

অপুকে তালাক দিলেন। কিন্তু বাচ্চাকে শাকিব ভরণপোষণ দিবেন। তাহলে বাচ্চাটা কার কাছে থাকবে। বাচ্চা তো অপুর কাছেই থাকবে। শাকিব বাচ্চাকে তালা মেরে ভারত যাওয়ার কারণে যদি তালাক দেয়। কেউ এটা বিশ্বাস করবে না। অপু কথা মানছে তার। এই রাগে ক্ষোভে অপুকে শাকিব তালাক দিল এখন বাচ্চাটার কি হবে?

সূত্র: বিডিটুডে

ad

পাঠকের মতামত