
অনেক তো পাপ করলাম, এবার একটু আল্লাহ আল্লাহ করি : শ্রাবন্তী
বিনোদন ডেস্ক : ইপশিতা শবনম শ্রাবন্তী। একটা সময় নাট্যাঙ্গনে তার ঢের জনপ্রিয়তা ছিল। এছাড়াও ‘রং নাম্বার’ এবং ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বেশ সাড়াও জাগিয়েছিলেন এই অভিনেত্রী। তবে অত্যন্ত জনপ্রিয় হওয়ার পরও হঠাৎ করেই তিনি হারিয়ে গেলেন।
অবশ্য তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পরই শোবিজ দুনিয়া থেকে পুরোপুরি বিদায় নেন। তিনি ২০১০ সালের ২৯ অক্টোবর বিয়েবন্ধনে আবদ্ধ হন এনটিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা খোরশেদ আলমের সঙ্গে। বিয়ের পর থেকেই শোবিজের রঙিন দুনিয়া থেকে নিজেকে আড়াল করে নেন এই গুণী অভিনেত্রী।
সংসারে মন দেন। সংসার আর দুই সন্তানই হচ্ছে এখন তার ধ্যান-জ্ঞান। তবে শ্রাবন্তীকে যে কেউ হুট করে দেখলে এখন আর চিনতেই পারবে না যে এই শ্রাবন্তী সেই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। অত্যাধিক মুটিয়ে যাওয়া শ্রাবন্তী এখন ব্যস্ত স্বামী, সন্তান আর সংসার সামলাতে।
তবে টিভি পর্দায় তাকে না পাওয়া গেলেও ফেসবুক পেইজে তিনি নিয়মিত নিজের আপডেট শেয়ার করেন ভক্ত, বন্ধু আর একসময়ের সহকর্মীদের সঙ্গে। তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তার সন্তানদের নানা খুনসুটির মুহূর্ত, তাদের সঙ্গে অবকাশ যাপনের নানারকম ছবি।
সম্প্রতি ফেসবুকে একটি ভিন্ন রকম পোস্ট দিলেন শ্রাবন্তী। মায়ের অসুস্থতার খবর জানিয়ে গতকাল রাতে দেওয়া ঐ পোস্টে তিনি লিখেন, ‘অনেক তো পাপ করলাম। কখন খোদা ডাক দেন কে জানে? মাও সিক। সব আল্লাহর ইচ্ছা। এখন থেকে একটু আল্লাহ আল্লাহ করি। কিছু আর গায়েও লাগে না। ভালো লাগে না। আল্লাহ ডাকা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নাই। সবাই যদি একটু সময় পান আমার মেয়ে দুইটার জন্য আর আমার আম্মার জন্য দোয়া করবেন’।
এ বছরের জুলাই মাস থেকেই চোখের সমস্যায় ভুগছেন শ্রাবন্তীর মা। সে সময় তার চোখে একটি অস্ত্রোপচারও হয়েছিল। পাঁচ মাসের মাথায় আবার অসুস্থ হলেন তিনি। মায়ের অসুস্থতায় উদ্বিগ্ন শ্রাবন্তী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উৎস : প্রিয়.কম।