184107

অবশেষে চিঠি পাঠানো হলো তামিমকে

স্পোর্টস ডেস্ক: বিপিএলে ৫ম আসরের ১ ম্যাচে মুখোমুখি হয় রংপুর এবং কুমিল্লা। সেই ম্যাচে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় তামিমের কুমিল্লা। সেই ম্যাচে মাঠের উইকেট ছিলো অনেক নিষ্প্রভ। প্রথম দল রংপুর ৯৭ রানে অলাউট হয়ে গেলেও কুমিল্লার সেই রান তুলতে লেগেছে শেষ ওভার পর্যন্ত।

সেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কুমিল্লার অধিনায়ক তামিম উইকেটের কিউরেটরকে দোষারপ করেন। একজন সিনিয়র ক্রিকেটার ও চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে তামিমের মন্তব্যে বোর্ডের আপত্তির কথা বলা হয়েছে চিঠিতে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক অবশ্য চিঠি দেওয়ার খবর জানেন না বলেই দাবি করলেন একটি বেসরকারি গন্মাধ্যমের কাছে। তবে তার কথায় কিছুটা আভাসও মিলল চিঠি পাঠানোর।

“চিঠি পাঠানো সম্পর্কে আমার জানা নেই। এটা তো গভর্নিং কাউন্সিলের ব্যাপার নয়। বোর্ড চাইলে চিঠি পাঠাতে পারে। তবে আমি কালকে (রোববার) শুনেছি, তামিমের মন্তব্য বোর্ডের অনেকের ভালো লাগেনি। এটা নিয়ে আলোচনা হচ্ছিল। ”

আর এই চিঠির মাধ্যমেই হয়তোবা সতর্ক করে দেওয়া হয়েছে তামিমকে।

ad

পাঠকের মতামত