183992

হতাশ পুলিশ সদস্যরা র‍্যাংক সমন্বয় না হওয়ায়

ডেস্ক রিপোর্ট : র‍্যাংক সমন্বয় না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন পদোন্নতির অপেক্ষায় থাকা পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তারা। শুধু নিরস্ত্র এএসআই থেকে এসআই পদমর্যাদার কর্মকর্তাদের র্যাংক সমন্বয় করা হয়েছে। কিন্তু একই পযমর্যাদার সশস্ত্র কর্মকর্তা, এটিএসআই ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তাদের র্যাংক সমন্বয় করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, পদ সৃষ্টি না হওয়ায় তাদের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। নিয়ম মেনেই সব র্যাংক সমন্বয় করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের অযথা হতাশ হওয়ার কারণ নেই।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজান বলেন, পুলিশ বাহিনীর স্বচ্ছতার জায়গায় ঘাটতি রয়েছে। বিশেষ করে নিয়োগ, বদলি ও পদন্নোতির ক্ষেত্রে। বৈষম্য যেন না থাকে সেটি দেখতে হবে। প্রাপ্য জিনিস না পেলে সঠিক কাজটি তার কাছ থেকে পাওয়া যাবে না। ন্যায্যতার ভিত্তিতে যেন এটি করা হয়।

কনস্টেবল পদে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের দুইভাবে পদোন্নতি দেওয়া হয়। এএসআই থেকে এসআই হয়ে ইন্সপেক্টর। পরবর্তীতে আরও ঊর্ধ্বতন র্যাংক পেতে পারেন তারা। যারা থানাসহ পুলিশের বিভিন্ন বিভাগে কাজ করেন। সশস্ত্র এবং নিরস্ত্র দুভাগে ভাগ করা হয় তাদের। তবে চলতি বছর শুধু নিরস্ত্র বিভাগের কর্মকর্তাদের সমন্বয় করা হয়েছে।

আবার এটিএসআই থেকে টিএসআই হয়ে টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) হন আরেক দল। তারা সাধারণত ফাঁড়ি ও পুলিশের ট্রাফিক বিভাগে কাজ করে থাকেন। তবে বর্তমানে মহানগর এলাকার কোনো ফাঁড়িতে এটিএসআইরা দায়িত্ব পালন করছেন না। এ কারণে আগে মহানগর এলাকায় ফাঁড়ি বৃদ্ধি হলে এ পদ সৃষ্টি হতো। এখন সেই পথও প্রায় বন্ধ হয়ে গেছে। আবার টিএসআই ও এটিএসআই পদমর্যাদার কর্মকর্তাদের পুরোপুরি সমন্বয়ের বাইরে রাখা হয়েছে। গত অক্টোবর মাসে সশস্ত্র এএসআই ও এসআই পদমর্যাদার কর্মকর্তাদের র্যাংক সমন্বয় করা হলেও বাকি সবাই রয়ে গেছেন সমন্বয় সুবিধার বাইরে।

সমন্বয়ের আওতায় না আসা এটিএসআই ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তারা বলছেন, পুলিশের নতুন বিভিন্ন ইউনিট চালু হচ্ছে। কিন্তু এসব ইউনিটে সব র্যাংকের পদ রাখা হলেও এটিএসআই ও টিএসআইদের কোনো পদ রাখা হয়নি। পুলিশের নবগঠিত অ্যান্টিটেররিজম ইউনিটেও তাদের কোনো পদ রাখা হয়নি। এখানে পদ রাখার দাবি জানান তারা।

পুলিশের এএসআই ও এটিএসআইরা একই সুবিধা ভোগ করে থাকেন। কিন্তু অনেকবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পদোন্নতি জোটে না বলে আগে থেকেই অভিযোগ করে আসছেন টিএসআই ও এটিএসআই পদমর্যাদার কর্মকর্তারা।
আক্ষেপ করে কয়েকজন পুলিশ সদস্য বলেন, মাঝে মাঝে মনে হয় চাকরি ছেড়ে চলে যাই। এ জীবনে আর পদন্নোতি পাব না। আমাদের কথা কেউ ভাবেন না। দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত