
শাকিব-অপুর ডিভোর্স কার্যকর হবে কত দিনের মধ্য?
বিনোদন ডেস্ক : অপুকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে গত ২২ নভেম্বর শাকিব তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের কাছে আইনগত সহায়তা চান। তবে এই ডিভোর্স কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।
শাকিবের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের অফিস থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ায় অপু বাড়ির ঠিকানায় এই তালাকের নোটিশ পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। এসময় আইনজীবী শেখ সিরাজুল ইসলাম আরো জানান, ডিভোর্সের কারণ হিসেবে নোটিশে শাকিব উল্লেখ করেছেন, অপু তার পছন্দের সীমার মধ্যে থাকেননি।
সম্প্রতি তাদের সন্তানকে গৃহপরিচারিকার কাছে রেখে দেশের বাইরে যান অপু। এ ব্যাপারে অপুর কাছ থেকে তিনি কোনো সন্তোষজনক জবাব পাননি। এরপর শাকিব ধরে নিয়েছেন, অপু তার সঙ্গে সংসার করতে চান না।
শাকিব অভিযোগ করেছেন, অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে ‘কথিত’ বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগে শাকিব জানিয়েছেনে, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান।
শাকিবের আইনজীবী জানান, বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা অপুকে পরিশোধ করবেন শাকিব খান। এছাড়া তিনি একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ভরণ-পোষণ করবেন।
শাকিব খান এখন ছবির শুটিংয়ের জন্য দেশের বাইরে রয়েছেন। অপু বিশ্বাস নিকেতনের বাসায় রয়েছেন। তবে তারা কেউই এ বিষয়ে মুখ খুলছেন না। সোমবার বিকেল থেকেই গণমাধ্যমকর্মীরা ভিড় করছেন অপুর বাসার সামনে।
তবে, তিনি কারও সঙ্গে কোনো কথা বলেননি। ডিভোর্সের চিঠিটি পাঠানো হয়েছে অপু বাসায়। কিন্তু অপু বিশ্বাস চিঠিটি গ্রহণ করেননি বলে জানা গেছে। এমনকী বাসার দারয়ানও চিঠি গ্রহণ করতে সম্মত নন।
সোমবার বিকেলে অপু বিশ্বাসের নিকট ডিভোর্সের চিঠি পাঠানো হয়েছে- এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই গণমাধ্যমকর্মীরা অপুর বাসার সামনে ভিড় করছেন। তবে বাসায় অপু নেই বলে জানিয়েছেন দারোয়ান মিলন মিয়া।