
৪ দেশের ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হালদা’
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের পরিচালনায় নতুন ছবি ‘হালদা’ বাংলাদেশে অনন্ত ৮০টি সিনেমাহলে মুক্তি পেয়েছে শুক্রবার । তবে এখানেই থেমে থাকছে না পথচলা। দেশের গণ্ডি পেরিয়ে হালদা যাচ্ছে বিদেশের মাটিতেও। চার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আমেরিকা, কানাডা, ওমান এবং আরব-আমিরাতের (ইউএই) বিভিন্ন শহরের ২০টি প্রেক্ষাগৃহে বাণিজ্যিক প্রদর্শনের জন্য যাচ্ছে হালদা। বিষয়টি জানিয়েছে ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ইনক।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজিব জানান, ৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ৫টি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হালদা’।
শহরগুলো হলো নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়া। সেখানে রিগ্যাল ও সিনেমার্ক মাল্টিপ্লেক্সে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।
এদিকে একই দিনে ছবিটি মুক্তি পাচ্ছে কানাডার টরন্টো আর মিসিসাগা শহরে। ১৯ জানুয়ারি মুক্তি পাবে দেশটির এডমন্টন (প্রথমবারের মত), ক্যালগেরি এবং উইনিপেগ শহরের ৩টি প্রেক্ষাগৃহে।
অন্যদিকে ৮ ডিসেম্বর আমেরিকা, কানাডা ছাড়াও ‘হালদা’ মুক্তি পাচ্ছে ওমানের ৪টি প্রেক্ষাগৃহে। পর্যায়ক্রমে ইউএই-এর ৬টি শহরেও মুক্তির কথা রয়েছে ছবিটি।
‘হালদা’র প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। অন্যান্য চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, রুনা খান, মোমেনা চৌধুরী ও শাহেদ আলী সুজন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সবার কাছে প্রশংসিত হয় ছবিটি।
জনপ্রিয় অভিনেত্রী তারিন ছবিটি দেখে হয়েছেন উচ্ছ্বসিত। তিনি বলেন, আমাদের দেশে অন্যের ছবি নকল করা ছাড়াও যে ভালো ছবি নির্মাণ করা যায়, এটা বোঝা গেল ‘হালদা’ ছবি দেখে। তৌকীর আহমেদ অসাধারণ একটি ছবি নির্মাণ করেছেন। ছবিটি দেখলে মনে হবে এটা আমাদের দেশের ছবি।
আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লেখেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। হালদার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করে সুনাম অর্জন করেছেন তৌকীর আহমেদ। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ ইত্যাদি।