
মাত্র ৬ বছরের মুসলিম ছাত্রকে জঙ্গি বলে সন্দেহ শিক্ষকের!
ডাউন সিনড্রোমে আক্রান্ত এক মুসলিম ছাত্রকে জঙ্গি বলে সন্দেহ হওয়ায় সটান পুলিশকে খবর দিলেন শিক্ষক। সন্দেহভাজন জঙ্গির বয়স মাত্র ছয় বছর।
নাম মোহাম্মদ সুলেইমান। যদিও পুলিশি তদন্তে ‘অভিযুক্ত’ ছাত্রের বিরুদ্ধে জঙ্গি হওয়ার কোন প্রমাণ এখনও মেলেনি। ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে।
টেক্সাসের পার্লল্যান্ডের সিজে হ্যারিস এলিমেন্টারি স্কুলের ঘটনা। ঠিক কি কারণে ওই শিক্ষক এক ছয় বছরের শিশুকে জঙ্গি বলে সন্দেহ করল? জানা গিয়েছে, ক্লাসের মধ্যে সে আল্লাহ এবং বুম শব্দ দুটি বারবার উচ্চারণ করতে থাকে। তাই শুনে ওই শিক্ষকের মনে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন টেক্সাস পুলিশকে।
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। মোহাম্মদের বাড়িতে হানা দেয়।
এদিকে গোটা ঘটনায় হতবাক ছেলেটির পরিবার জানিয়েছে যে সে ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত। বয়স ছয় বছর হলেও ছেলেটির মানসিক বয়স এক বছর। সেই কারণে সে ঠিক মতো কথাও বলতে পারে না।
পরিবারের অভিযোগ, মুসলিম হওয়ায় তাদের সন্তানের সঙ্গে ওই শিক্ষক এরকম আচরণ করল। ছেলেটির বাবা মাহের সুলেইমান বলেন, ডাউন সিনড্রোমে আক্রান্তকে জঙ্গি তকমা দেওয়া নির্বোধের কাজ। এটা বৈষম্য ছাড়া আর কিছু নয়। এদিকে গোটা ঘটনাটি তদন্ত করছে সেখানকার চাইল্ড প্রোটেকটিভ সার্ভিস।