183845

চট্টগ্রামের আনোয়ারা থানায় ঢুকে নায়ক সাইমনের তাণ্ডব! (ভিডিও)

চট্টগ্রামের আনোয়ারা থানায় ঢুকে তুলকালাম করে দিচ্ছেন সাইমন সাদিক। কেন কি হলো? হঠাৎ করেই এমন ঘটনা কেন? অফিসার ইনচার্জকে ধরে এনেও পেটানো হচ্ছে।

পিটিয়ে রক্তাক্ত করা হলো। থানার ভেতরটা মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেল। জানা গেল, ছবির নায়িকা মাহির বাসা চট্টগ্রামে। সেখানে গিয়ে থানায় গিয়ে এমন কাণ্ড ঘটাতে হচ্ছে, কেন? চিত্রনাট্যে রয়েছে এমন বলেই হাসলেন ছবির নায়ক সাইমন সাদিক।
এফডিসির এক নম্বর ফ্লোরে শনিবার থেকে শুরু হয়েছে বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেস্ত’ ছবির শুটিং। আজ রবিবার রাত পর্যন্ত শুটিং চলবে। সাইমন বেশকয়েকজন পুলিশকে শায়েস্তা করে এসে বললেন, আগেই ওসিকে শায়েস্তা করেছি। বেশ পিটিয়েছি। এখন কনস্টেবলদের পেটানো বাকি ছিল।

সেটা শেষ। শায়েস্তা পোড়ড়ব শেষ করেই লাঞ্চ ব্রেক দিলেন পরিচালক খোকন।

সাইমন শোনাতে লাগলেন সিনেমার গল্প। বললেন, ‘এখানে আমি একটা ইয়ো ইয়ো টাইপ ছেলে। বেয়াড়া, বখাটে টাইপ। কিন্তু মায়ের প্রতি অসীম ভালোবাসা। মা আমাকে ঢাকায় এসে খুঁজতে থাকে। কিন্তু আমাকে চিনতে পারে না। ‘

সাইমনকে বখাটে ছেলের লুক আনতে চেহারায় ব্যাপক পরিবর্তন করতে হয়েছে। চোখের ভ্রুর ওপরে লাগানো হয়ে রিং, কানের ওপর একের পর এক রিং। পোশাকে বখাটেপনা স্পষ্ট। সাইমন বলেন, এমন চরিত্রে আগে অভিনয় করা হয়নি বা এমন লুকেও আমাকে দেখা যায়নি।

ad

পাঠকের মতামত