183661

মেয়র আনিসুল হকের কুলখানি ৬ ডিসেম্বর

আগামী ৬ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন গুলশানের আজাদ মসজিদে বাদ আসর তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।

এর আগে আজ শনিবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানায়। পরে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। তার আগে শুক্রবার জুমার নামাজের পর লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। এর পর অধিকাংশ সময় হাসপাতালের আইসিইউতে থাকেন তিনি। এরপর গত বৃহস্পতিবার চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন।

ad

পাঠকের মতামত