183641

মেয়রের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে যা বললেন ওবায়দুল কাদের

আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে আনিসুল হকের বনানীস্থ বাসভবনে প্রয়াত মেয়রের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন।

এর আগে দুপুর ১:৪০ মিনিটে আনিসুল হকের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘একটা মানুষ কতটা জনপ্রিয় হতে পারে তা ঢাকা মহানগরীর দিকে তাকালেই দেখা যাচ্ছে। গোটা মহানগরীতেই শোকের ছায়া নেমে এসেছে। বহু মানুষকে কান্নার সাগরে ভাসিয়ে তিনি পর পারে পাড়ি জমিয়েছেন।’

তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।ঢাকা উত্তর-মেয়র আনিসুল হক-ওবায়দুল কাদের

আনিসুল হক ব্যক্তিজীবনে সফল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিজীবনে সফল আনিসুল হক একদিকে যেমন ছিলেন সফল উপস্থাপক তেমনি সামলেছেন এফবিসিসিআইয়ের মতো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সভাপতির পদ।

ওবায়দুল কাদের আনিসুল হককে একজন সৎ আস্থাভাজন এবং লক্ষ্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি বলে মন্তব্য করেন।

এ সময় আওয়ামী লীগসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রয়াত মেয়রের প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসভবনের সামনে অবস্থান নেয়।

ad

পাঠকের মতামত