
মিরপুরের মাঠকে ‘জঘন্য’ বললেন তামিম
দারুণ এক রোমাঞ্চকর জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লো স্কোরিং ম্যাচ কতোটা প্রতিদ্বন্দ্বিতার হতে পারে তা দেখিয়েছে শনিবার বিপিএলের প্রথম ম্যাচটি। লক্ষ্যটা ছিল মাত্র ৯৮ রানের। আর এ রান তাড়া করতে গিয়ে শেষ ওভারে জয়। আর এ সবই হয়েছে মিরপুর স্টেডিয়ামের ‘আনপ্রেডিক্টেবল’ উইকেটের কারণে। কুমিল্লা ভিক্টরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবালের মতে যা জঘন্য একটি উইকেট।
.
টি-টুয়েন্টি ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা চার-ছক্কার খেলা। গাঁটের টাকা খরচ করে চার-ছক্কা দেখতেই মাঠে আসেন দর্শকরা। সেখানে যদি ১০০ রানের নিচে হয় দলীয় স্কোর, তাহলে হতাশ হয়ে পড়েন দর্শকরা। এমন জঘন্য উইকেটের কারণে বাজে খেলার জন্য দর্শকদের কষ্টটা পোড়াচ্ছে কুমিল্লা অধিনায়ককে।
এমন উইকেটের কারণে বেশ রাগান্বিত তামিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন ক্ষোভের কথা, ‘খারাপ লাগছে, এত দর্শক এসেছে, আর এত দর্শক এসে যদি ৯৭ রান আর ৯৭ রান শেষ ওভারে গিয়ে তাড়া করে জয়- এসে যদি এই ম্যাচ দেখে তাহলে তো খুব হতাশাজনক ব্যাপার। এমন জঘন্য উইকেটে যদি ক্রিকেট খেলা হয়… আজকে আমি হারতে পারতাম হারলেও আমি এই কথাই বলতাম, আজকে জিতছি দেখেও আমি এই কথা বলছি। কী কারণে ওরা এমন উইকেট প্রস্তুত করছে আমার কোনো ধারণা নাই।’
শুধু উইকেটই নয় মিরপুরের আউটফিল্ড নিয়েও হতাশ তামিম। বছর খানেক আগের সেই প্রাণবন্ত সবুজ ঘাস আর নেই। মাঠ অনেকটাই ধূসরে পরিণত হয়েছে। হতাশ তামিম বললেন, ‘আমার মনে হয় একটা সুন্দর আউটফিল্ডকে ইচ্ছা করে খারাপ বানিয়ে দেওয়া হল। আমাদের আগের যে ঘাস ছিল, আমার মনে হয় খুব ভালো ছিল। আউটফিল্ড খুব ফাস্ট ছিল, দেখতেও সুন্দর লাগতো। এখন সত্যি কথা বলতে কী, দেখতে খুব একটা ভালো লাগে না… এখন সময়ও তো নেই। সাথে সাথেই তো খেলা শুরু হয়ে যাবে।’
ঢাকা পর্বের আগে সিলেট ও চট্টগ্রামে হয়েছে বিপিএল। দুই ভেন্যুতে প্রায় প্রতি ম্যাচেই রান হয়েছে দুইশত কাছাকাছি। দুইশ ছাড়িয়েছেও একাধিক ম্যাচ। কিন্তু মিরপুরে ফিরতেই যেন ব্যাটিং ভুলে যান ব্যাটসম্যানরা। আর ভুলবেনই না কেন। স্লো ট্রাকে আনইভেন বাউন্সের কারণে ব্যাটিং করাই দুরূহ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে চার হাঁকানোর চেয়ে উইকেট বাঁচানোর চেষ্টায় থাকেন ব্যাটসম্যানরা। ফলে দর্শকরা যেমন হতাশ হন তেমনি হতাশ হন ক্রিকেটাররাও। আর এমন উইকেট কেন হয় তার ব্যাখ্যায় বিসিবি থেকে সবসময় উত্তর থাকে টানা খেলার কারণেই এমন হয়। অথচ চলতি বছরে বিপিএলে এ মাঠে ম্যাচ হয়েছে মাত্র ১টি টেস্ট।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কিউরেটরের দায়িত্বে আছেন শ্রীলঙ্কান গামিনি ডি সিলভা। তার কাছে এমন উইকেট তৈরির জবাব চাইলেন তামিম, ‘আগে অনেক খেলা হতো… এটা একটা অুজহাত পেয়েছিল তারা। আমার মনে হয়, তাকে (গামিনি ডি সিলভা) এখানে ডেকে জিজ্ঞস করা উচিত। ভালো উইকেট হলে কিন্তু টুর্নামেন্টের জন্য ভালো। ৯৭, ১০০, ১১০- এই জন্য স্ট্যান্ডার্ড হয়ে যায় তাহলে যারা দেখবে তারাও মজা পাবে না, যারা খেলে তারাও মজা পায় না। যারা মাঠে এসে দেখে তারাও মজা পায় না।’