
বরকে খুশি রাখতে পাওলি যা করবেন!
শুরু থেকেই খোলামেলা চরিত্রে অভিনয়ের জন্য দর্শক মহলে ‘হট’ হিসেবেই বেশ পরিচিত ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। তবে বিয়ের পিঁড়িতে বসার আগে নিজেকে অনেকটাই পরিবর্তন করছেন। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না বলেও জানিয়েছেন পাওলি।
অনেকেই নাকি পাওলির কাছে জানতে চাইতেন বিছানার দৃশ্যে অভিনয় করতে কেমন লাগে? শট দেওয়ার পর সেগুলো স্ক্রিনে দেখেন কিনা? বা নগ্ন দৃশ্যের রিহার্সেল করেন কিনা? সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পাওলি বলেন, “আইটেম দৃশ্যের অভিনেত্রী হিসেবেই সবাই আমাকে ভাবতে শুরু করেছে। আর এটা আমার জন্য বেশ বিব্রতকর।”
২০১১ সালে মুক্তি পাওয়া কলকাতার ‘ছত্রাক’ সহ বেশ কয়েকটি ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন পাওলি দাম। ২০১২ সালে ‘হেট স্টোরি-২’ সিনেমা দিয়ে বলিউডে পথচলা শুরু হয় পাওলির। ইরোটিক-থ্রিলারধর্মী ছবিটিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করেন তিনি।
এরপর বেশ কয়েকজন বলিউড নির্মাতা তাকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিয়েছেন। তবে সেগুলোতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে বলে রাজি হননি। এমনকি ‘হেট স্টোরি-২’ ছবিটির সিক্যুয়ালে কাজ না করার পেছনেও ছিলো একই কারণ।
ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে সমানভাবে আলোচিত ও সমালোচিত হয়েছেন পাওলি দাম। কিন্তু এবার নিজেকে কিছুটা বদলে নিয়েছেন তিনি। তবে টালিগঞ্জে শোনা যাচ্ছে আরেকটি গুঞ্জন।
খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। তার হবু বর চান না স্ত্রী পাওলি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করুক। হবু স্বামীর কথা রাখতেই পাওলির এমন নতুন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।