
এখন কোথায় আছেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি?
নব্বইয়ের দশকের ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আফসানা মিমি। ওই সময়ে অভিনয় দক্ষতা দিয়ে অসংখ্য ভক্তের মন জয় করেছেন তিনি। কিন্তু ভক্তদের হতাশ করে মাঝখানে দীর্ঘ সময়ের বিরতি। অভিনয় থেকে অনেকটা দূরেই আছেন এই গুণী অভিনেত্রী।
বর্তমানে তিনি ব্যস্ত আছেন ফিল্ম স্কুল নিয়ে। এই একাডেমি স্থাপন করেছেন স্বপ্ন আর প্রয়োজন থেকে। এই একাডেমি সিনেমা, টেলিভিশনের সৃজনশীল কাজকে যারা ভালোবাসেন এবং পেশা হিসেবে নিতে চান তাদেরকে শিক্ষণের মাধ্যমে মননশীল ও দক্ষ করে তোলা এবং দিকনির্দেশনা দিয়ে থাকেন মিমি।
এদিকে মিমি বলেন, নির্মাণেও টুকিটাকি ব্যস্ততা বাড়িয়েছেন। ব্যক্তি ও পেশা জীবনের আনুষঙ্গিক অন্যান্য কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে, অভিনয়ে সময় দেওয়াটা তার জন্য কঠিনই বটে।
এদিকে অভিনয় নিয়ে মিমি বলেন, অভিনয়ে অনিয়মিত থাকায় আগ্রহও কিছুটা হারিয়ে ফেলেছি। আবার একজন অভিনেত্রীর যে ফিটনেস থাকা জরুরি তা হয়তো এখন আমার নেই। যে কারণে অভিনয়ে আমাকে একেবারেই কম দেখা যায়। উৎস: ব্রেকিংনিউজ