
আনিসুলকে নিয়ে নিজের ফেসবুকে যা লিখলেন ড. ইউনূস
উত্তর ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল না ফেরার দেশে চলে যাওয়ার পর থেকে সারাদেশে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। গতকাল থেকে দেখা যাচ্ছে সংবাদপত্র আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করছেন। এদিকে প্রবাসে ব্যস্তময় সময় পার করলেও আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশে ভুলেননি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল ড. মুহাম্মদ ইউনূস আনিসুল হককে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, মেয়র আনিসুল হকের মৃত্যুতে প্রফেসর মুহাম্মদ ইউনূসের শোক বার্তা। মেয়র আনিসুল হকের মৃত্যু সংবাদে আমি গভীরভাবে মর্মাহত।
আমি তাঁকে দীর্ঘদিন ধরে চিনতাম। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ – কঠোর পরিশ্রমী, নিবেদিতপ্রাণ, প্রবল উদ্যমী এবং একজন সত্যিকারের গণমানুষের বন্ধু।
এদেশকে তাঁর আরো অনেক কিছু দেবার ছিলো। আল্লাহ্ তাঁর আত্মাকে শান্তিতে রাখুন এবং রুবানাকে, তাঁদের সন্তানদেরকে এবং পরিবারের অন্য সদস্যদেরকে এই কঠিন শোক বহনের শক্তি প্রদান করুন।