183453

জরিমানার কবলে তামিম ও তার দল

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার আনন্দের মাঝে খারাপ খবর এসেছে তামিম ইকবাল এবং তার দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য। গত বুধবার রাতের ওই ম্যাচে স্লো ওভার রেটিংয়ের কারণে জরিমানা গুনতে হচ্ছে কুমিল্লা অধিনায়ক তামিম এবং তার সতীর্থদের।

দুর্দান্ত অধিনায়কত্ব এবং কার্যকরী ব্যাটিংয়ের জন্য প্রশংসিত হচ্ছেন তামিম। ঢাকার বিপক্ষে ওই ম্যাচে রান-আউট হওয়া কেভিন কুপারকে ফিরিয়ে এনে সবার প্রশংসা আদায় করে নিয়েছেন তামিম। তবে চট্টগ্রাম পর্বের ওই শেষ ম্যাচটিতেই নির্ধারিত সময়ে ২ ওভারের ঘাটতি ছিল তামিমদের।

ম্যাচ শেষে মাঠের আম্পায়ারদের অভিযোগ মেনে নেন তামিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অধিনায়ক হওয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা যাবে তামিমের। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০শতাংশ। এর আগে একই অভিযোগে রংপুর অধিনায়ক মাশরাফি, সিলেট অধিনায়ক নাসির হোসেনকে জরিমানা গুণতে হয়েছে।

ad

পাঠকের মতামত