
যে উপহার দিলেন প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসকে
নিউজ ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে নৌকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকালে বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎকালে তিনি পোপকে এই উপহার দেন।
এ সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও পুত্রবধূ পেপ্পি সিদ্দিক উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পোপের সঙ্গে পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
তিনদিনের সফরে বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে ঢাকায় আসেন পোপ। আগমীকাল বিকাল ৫টায় তিনি ভ্যাটিকানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভ্যাটিকান দূতাবাসে সাক্ষাতের পর আর্চবিশপ হাউসে আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন পোপ ফ্রান্সিস। এছাড়া কক্সবাজারের ক্যাম্প থেকে আসা ১৮ রোহিঙ্গার সঙ্গে কথা বলবেন তিনি। রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করলেও মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের পক্ষে কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে সম্প্রীতি ও শান্তির বাণী নিয়ে তিন দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন পোপ ফ্রান্সিস। এদিন বিকাল ৩টায় মিয়ানমার থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। এরপর রাতে তারা অংশ নেন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও একান্ত আলোচনায়।
শনিবার সকালে মাদার তেরেসা হাউস সফরসহ খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন পোপ ফ্রান্সিস। এদিন বিকালে নটরডেম কলেজে যুব সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পলের পর এই প্রথম আর কোনও পোপ বাংলাদেশ সফরে এলেন।