
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় গোপালগঞ্জে নিহত ৭
গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের থাক্কায় শিশুসহ সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৬ জন।
শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নেয়ামুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শিশুসহ ৭ জন নিহত হয়। আহত হন বাসের ১৬ জন যাত্রী।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী জানান, নিহতদের মধ্যে দু’ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের শাহিন মোড়লের ছেলে মাহি (৫) ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাঠি গ্রামের লুৎফর রহমানের ছেলে লুৎফর রহমান (৫০)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার হতাহদের খোঁজ-খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহতদের যথাযথভাবে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান। এবং হতাহত কোনো ব্যক্তির আর্থিক সমস্যা থাকলে তাকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।