183390

সড়কে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু!

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় মাটিবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২জন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৮), তার শিশুকন্যা মিম (২) ও পাশের বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান (৪০)। আহতরা হলেন সীমা বেগম (৩০) ও তার মেয়ে রুবি (১০)। এরা নিহত আব্দুস সোবহানের স্ত্রী ও মেয়ে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তারা।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার রতন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেরপুর উপজেলা থেকে মাটিবোঝাই করে একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৪১২) ধুনট উপজেলার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি উক্ত স্থানে পৌঁছালে শেরপুর উপজেলাগামী যাত্রী বোঝাই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিন জন নিহত হন। বাকিরা আহত হন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি ঘটনাস্থলে রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার রতন হোসেন।

ad

পাঠকের মতামত