183294

ফেসবুক থেকে বিয়ের পিঁড়িতে

ফেসবুক ফ্রেন্ড। তারা একে অন্যের ছবিতে একের পর এক ‘লাইক ‘ দিতেন। ফেসবুক ম্যাসেজে আলাপ থেকেই প্রেম। সম্প্রতি ঘর বাঁধার মধ্যদিয়েই সেই সম্পর্কের পরিণতি পায়।

মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসেন ভারতের ছত্রিশগড়ের বিলাসপুরের শুভেন্দু চন্দ্র সাহা আর বীরভূমের আমোদপুর লাগোয়া ঈশ্বরপুরের তুলসী শর্মা। হাজার কিলোমিটার দূরে থাকলেও দুজনের মিল এক জায়গায়। বছর উনত্রিশের শুভেন্দু আর তার চেয়ে তিন বছরের ছোট তুলসী দু’জনেই জন্ম থেকে মূক-বধির।

সাত মাস আগে ফেসবুকে আলাপ হয় শুভেন্দু ও তুলসীর। বিলাসপুরে মা-বাবা ও ভাইয়ের সঙ্গে থাকেন শুভেন্দু। বিএ পাস করে মুদিখানা খোলেন তিনি।

উচ্চ মাধ্যমিক পাস করেছেন তুলসী। তিন ভাই-বোন। তার বড় বোনের বিয়ে হয়ে গেছে। ভাই অজয় বাবা গুরুপদবাবুর সঙ্গে ঝালাই কারখানা সামলান।

চার মাস আগে নিজেদের বাড়িতে তারা ইচ্ছার কথা জানান শুভেন্দু ও তুলসী। ওই তরুণীর জামাইবাবু প্রশান্ত শীল ও শুভেন্দুর ভাই অভেন্দু জানান, সব কথা জেনে দু’জনের বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়।

মঙ্গলবার আমোদপুরের একটি অনুষ্ঠান ভবনে হয়ে গেল বিয়ে। ছিলেন শুভেন্দুর বাবা সুভাষচন্দ্র সাহা।

কন্যা সম্প্রদানের পরে গুরুপদবাবু বলেন, ‘যখনই বুঝলাম ওরা একে অন্যকে সত্যিই ভালবাসে, তখন আর বিয়ে নিয়ে দু’বার ভাবিনি। মূক-বধির হলেও তাতে দু’জনের সম্পর্কে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না।’

ad

পাঠকের মতামত