183223

‘পাতিনেতা ও সিকি নেতাদের বিলবোর্ড দেখে আমি লজ্জিত’

চাঁপাইনবাবগঞ্জে নেতাদের বিলবোর্ড আর ফেস্টুন দেখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বিরক্তি প্রকাশ করে বলেন, এই জেলায় আসার সময় পথে পথে নেতা, পাতিনেতা ও সিকি নেতাদের যে বিলবোর্ড ও ফেস্টুন দেখলাম তাতে আমি লজ্জা পেয়েছি। কারণ সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ছোট করে দেয়া হয়েছে আর আমার ও নেতাদের ছবি বড় করে দেয়া হয়েছে।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপর নাম ‘বাংলাদেশ নালিশ পার্টি’। মাসে মাসে আন্দোলনের হুমকি দেয়Ñ এক বছরে ক’টা আন্দোলন হলো। মরা গাঙ্গে জোয়ার আসে না। কথা মালার চাতুরি ছাড়া বিএনপির আর কিছু নেই। বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এখনও সেইসব মানুষের আত্মীয়স্বজনের কান্নার আহাজারি শোনা যায়। তাদের হাত আজও রক্তে রঞ্জিত।

তিনি বলেন, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল কিন্তু মনে রাখবেন জামায়াতের ভোটযুক্ত করে দেবে। সাংগঠনিকভাবে দুর্বল হলেও ভোটে দুর্বল নয়। কর্মীদের উদ্দেশ্য করে বলেন, নিজেরা যত কোন্দল করবে, অন্যরা ততই সুযোগ নেবে। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।
তিনি আরও বলেন, যে রাস্তাঘাট দেয় না, বিদ্যুৎ দেয় না, ইন্টারনেট দেয় না তাদের ভোট দেবেন না। যারা উন্নয়ন করে তাদের ভোট দেবেন। প্লিজ ভুল করবেন নাÑ রাজনৈতিক আদর্শ আর ভোটকে এক করবেন না। করলে আবারো হাওয়া ভবন অন্ধকার।
চাঁপাইনবাবগঞ্জের জনগণের চোখে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও সাম্প্রদায়িক অপশক্তিকে সদস্য করবেন না। খারাপ মানুষ দলে ভেড়াবেন না। যত খারাপ মানুষ দলে ভিড়বেÑ ভালো মানুষ ততোই দ্রুত সরে যাবে। মঞ্চ দখল করে নেতা হওয়া যাবে না, মানুষের ভালোবাসা নিয়ে নেতা হতে হবে।

তিনি বলেন, সামনে নির্বাচন অনেক প্রার্থী থাকবে। প্রার্থীরা অসুস্থ প্রতিযোগিতা করবেন না। তিন মাস পরপর তিনটি গোয়েন্দা সংস্থা তথ্য প্রদান করছে। কাজের এসিআর প্রধানমন্ত্রীর কাছে জমা হচ্ছে। এসিআরের ফলাফল অনুযায়ী শেখ হাসিনা যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবেন। আপনি ভালো কাজ করবেনÑ পুরষ্কৃত হবেন। খারাপ কাজ করবেন দল ছেড়ে চলে যেতে হবে। তরুণ এবং নারী ভোটারদের গুরুত্ব দিয়ে সদস্য করবেন।

দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জনগণের মন জয় করে নেতা হতে হবে। জনগণকে অবমূল্যায়ন করে কেউ কোনদিন নেতা হতে পারেনি। তাই জনগণের কাছে নেতাদের ভুল স্বীকার করে কাজ করতে হবে।

আওয়ামী লীগ জেলা কমিটির সভাপতি মইনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাংসদ মো. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গালাম মোস্তাফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের মো. আবদুল ওদুদ বিশ্বাস, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য খাইরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে ওবাইদুল কাদের আইনজীবী সমিতি থেকে চিফ জুডিশিয়াল ভবন ও জেলা জজ ভবন পর্যন্ত ওভার ব্রিজ নির্মাণ, সদর উপজেলার খাঁকচাপাড়ায় ১৩১ দশমিক ২০ ফুট দীর্ঘ সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর, চর ইসলামাবাদ ও চর তেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণ, রহনপুরে একটি সেতু উদ্বোধন এবং জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ছয় মৃত সদস্যের নমিনীর মাঝে ৫ লাখ ৫০ হাজার করে মোট ৩৩ লাখ টাকার চেক প্রদান করেন। উৎস: আমাদের সময়.কম।

ad

পাঠকের মতামত