183125

বৃদ্ধা মাকে বেঁধে রাখল ছেলে-বউ!

মা সন্তানদের পরম আত্মীয়। ছোট বেলায় দিনরাত পরিশ্রম করে সন্তানকে লালন পালন করে বড় করেন গর্ভধারিণী মা। সেই মাকেই গাছের সঙ্গে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ঘরের বাইরে রাস্তায় ফেলে রাখা হয়েছিল ৯০ বছর বয়সের এক বৃদ্ধাকে। একে তো ঠাণ্ডা, তার ওপর মশার কামড়। চলার ক্ষমতা প্রায় নেই। চিৎকার করে সাহায্য চাওয়ার ক্ষমতাও হারিয়েছেন ওই বৃদ্ধা মা।

গত সোমবার বিকেলে খবর পেয়ে ভারতের রাজপুর-সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পল্লবকান্তি দাস গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, সোনারপুরের কোদালিয়ার চলপাড়ার বাসিন্দা মীনা দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কয়েকদিন ধরে মীনার ছেলে খোকন এবং বৌমা রীতা তাঁকে ঘর থ‌েকে বের করে দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন।

মীনা দাসের কয়েকজন প্রতিবেশী জানান, প্রতিদিন সকালে মীনাকে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখা হতো। পরে সন্ধ্যায় ঘরে ঢুকিয়ে নেওয়া হতো ওই বৃদ্ধাকে।

এ বিষয়ে জানতে চাইলে ওই বৃদ্ধার ছেলের স্ত্রী রীতা জানান, হাত-পা না বেঁধে রাখলে শাশুড়ি প্রায়ই অন্য কোথাও চলে যেতেন। সেই বিড়ম্বনা থেকে বাঁচতেই শাশুড়িকে বেঁধে রাখা হয়েছিল!

ad

পাঠকের মতামত