183098

মমতাজ এবার অন্তরে তালা দিয়ে জ্বালা ধরালেন

এবার অন্তরে তালা দিয়ে জ্বালা ধরালেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বর্তমান সময়কে ধারণ করে নতুন ফোক গান গাইলেন। কণ্ঠে তার বেজে উঠলো, ‘এই অন্তরে দেই তালা, তোরে দেখলে বাড়ে জ্বালা।’ একই সাথে প্রেমের ভাইরাস নামেও একটা গান গাইছেন তিনি।

গানের কথা, সুর ও সঙ্গীত করেছেন সুরকার এস কে সমীর। সমীর জানান, গানটি সম্পূর্ণ আধুনিক ও সমসাময়িক বিষয়ের উপর লেখা। বর্তমানে ছেলেমেয়েরা যেভাবে ইন্টারনেট এর ওপরে ঝুঁকে পড়ছে সেই বিষয়বস্তুর উপরেই গানের সুর ও কথা। সম্পূর্ণ আধুনিক ফোক এর সঙ্গে র‌্যাপ দিয়ে ফিউশন করার চেষ্টা করা হয়েছে। র‌্যাপ ভার্সনটির সুর, কথা ও কণ্ঠ দিয়েছেন সোহান বাবু।

সোমবার ‘এই অন্তরে ’ গানটির লিরিক ভিডিও আকারে প্রকাশ করেছে এ্যাডবক্স। এবিষয়ে শিল্পী মমতাজ বললেন, দুটি গানই আধুনিক ফোক। গানগুলোর সাথে কিছু অংশে থাকছে র‌্যাপ। অনেকটা হিপহপ ধাঁচের হবে গানগুলো। যা তরুণদের জন্য বেশ উপভোগ্য হবে, সমান ভাবে উপভোগ করবেন সব বয়সের শ্রোতারা। উৎস : চ্যানেল আই অনলাইন

ad

পাঠকের মতামত