
বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ নভেম্বর) এই দু’দিন তফসিলি ব্যাংকগুলো রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
আয়কর রিটার্ন ও আয়কর জমাদানের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ডের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ নভেম্বর) করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে সব ব্যাংক খোলা থাকবে। ব্যাংক থেকে আয়কর চালান জমা ও পে অর্ডার সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা।
উল্লেখ্য, আয়কর দাতাদের আয়কর ও আয়কর বিবরণি জমা দেওয়া নভেম্বর মাসজুড়ে চলছে। ৩০ নভেম্বর তা জমা দেওয়ার শেষ দিন।