182973

স্যামিকে ভয় দেখাতে গিয়েই অপুর এমন অদ্ভুত উদযাপন

সামনে গিয়ে হাত দিয়ে সাপের ফনা বানালেই নাকি ভরকে যেতেন ড্যারেন স্যামি। উইন্ডিজ অলরাউন্ডারকে ভয় দেখাতে এই কাজটা নিয়মিত করতেন নাজমুল ইসলাম অপু। একদিন উইকেট পাওয়ার পর একই ভঙ্গিমা করেন। সেই থেকেই নাকি অপুর উদযাপনের ধরন হয়ে গেছে এটা। উইকেট পেলেই হাত দিয়ে ফনা বানান রংপুর রাইডার্সের বাঁহাতি এই স্পিনার।

তবে এটা চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঘটনা নয়, গত আসরের কথা। বিপিএলের গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছেন নাজমুল ইসলাম অপু। এবারের মতো গত আসরেও রাজশাহীর অধিনায়ক ছিলেন ড্যারেন স্যামি। তবে অপুর ঠিকানা বদলেছে। রাজশাহী ছেড়ে এবার মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন ২৬ বছর বয়সী এই স্পিনার। দল বদলালেও বদলায়নি তার উদযাপনের ধরন।

রংপুরের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন অপু। মঙ্গলবার সিলেট সিক্সার্সের বিপক্ষে চার উইকেটের জয় পাওয়ার দিন ১৮ রান খরচায় তিন উইকেট নেওয়া অপু জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবে ম্যাচ নিয়ে নয়, সংবাদ সম্মেলনে তাকে প্রথম প্রশ্নটি করা হল উদযাপন নিয়ে। উত্তরে অপু বললেন, ‘গতবার রাজশাহীতে খেলার সময় ড্যারেন স্যামিকে ফনা দেখালে ভয় পেত। ওর কাছ থেকেই শুরু। তারপর একদিন ম্যাচে করতে করতে এখন হয়ে গেছে।’

জয় দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করা রংপুর রাইডার্স পথ হারিয়ে বসেছিল। টানা তিন ম্যাচ হেরে যায় মাশরাফির দল। নিজেদের পঞ্চম ম্যাচে গিয়ে মেলে জয়ের দেখা। এরপর আরও তিনটি জয়ে মোট ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে তারকাসমৃদ্ধ দলটি। সিলেটের বিপক্ষে পাওয়া জয়টি বিশেষ বলছেন অপু, ‘আমাদের আজকের জয়টা খুবই দরকার ছিল। জয়টা পাওয়ায় আমাদের জন্য খুব ভাল হয়েছে।’

ব্যাট হাতে দারুণ শুরুর পরও প্রায় প্রতি ম্যাচে ধুঁকতে হচ্ছে রংপুরকে। সহজ ম্যাচও কঠিন বানিয়ে শেষ ওভারে গিয়ে জিততে হচ্ছে তাদের। এটা চিন্তার কারণ কি না? অপু বলেন, ‘কোচ পরিকল্পনা এভাবে দিচ্ছেন যে, আমরা শেষ দিকে গিয়ে ঠিক করব। ওই জায়গাটা ভালভাবে শক্তিশালী করা হয়েছে। গত ম্যাচে পেরেরা ছিল। আজকে যেমন মাশরাফি ভাই ছিলেন। আসলে আমাদের পরিকল্পনা ছিল যে প্রথম দিকে অ্যাটাক করব এবং শেষ দিকে গিয়ে ঠিক করে নিব।’

ad

পাঠকের মতামত