182952

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সামনে থেকে ৭ দালাল আটক

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে ঘিরে নেতিবাচক কার্মকান্ডের সাথে যুক্ত সাত বাংলাদেশি দালালকে আটক করেছে অভিবাসন বিভাগ ৷
এর আগে গত মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম হেরিয়েন মেট্রোতে এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, হাইকমিশন ঘিরে কিছু বাংলাদেশি দালাল বা সিন্ডিকেটের সদস্যরা নিজ দেশের লোকেদের কাছে ভুয়া কাজের পারমিট, ভ্রমণ নথি সরবরাহ অন্যান্যভাবে মাসে অন্তত ৫ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত উপার্যন করে ৷

এ প্রতিবেদন প্রকাশের দুই দিনের মাথায় অভিবাসন বিভাগ তাদের কে আটক করে ৷ গত বৃহষ্পতিবার মালয়েশিয়ায় জালান পাহাং এ অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এলাকায় গোপন নজরদারির পর সকাল ৯ টায় শুরু হওয়া আভিয়ানে এ সাত বাংলাদেশি দালালকে আটক করা হয়। তাদের বয়স ২৮ থেকে ৪৫ বছরের মধ্যে ৷

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের গোয়েন্দা ও অপারেশন বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল ফরিদ এর নেতৃত্বে সাত সদস্যের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয় ৷

তিনি বলেন, আমরা ছদ্মবেশে দেখেছি দালালরা তাদের নিজ দেশিদের ফর্ম ভরাট করার জন্য দর কষাকষি করছিলো এবং তারা অবৈধ পারমিট ও অন্যান্য নথিপত্র পরিচালনা করতো ৷

মোহাম্মদ আবদুল ফরিদ জানান, গ্রেফতারের পর পাঁচ জনের ক্লিনার ও গার্ডেনে কাজ করার পারমিট খুঁজে পাই ৷ অপর দুইজনের কাছে নির্মাণ শিল্পে কাজ করার ই-কার্ড পাওয়া গেছে ৷ তারা তাদের ভিসার অপব্যবহার করে দালালি কাজ করে ৷

জানা যায়, আটককৃতরা স্বীকার করেছে যে, তারা প্রতি লেনদেনের জন্য ২০ থেকে ৩০ রিঙ্গীত মজুরি নিতো ৷ জরিপের উপর ভিত্তি করে বুঝা যায়, তারা ৫ থেকে ১০ জন গ্রাহকের কাছ থেকে দিনে ২৫০ থেকে ৫০০ রিঙ্গত লাভ করতো ৷ এ ছাড়াও ওই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় হাইকমিশন এলাকায় অন্তত্য ১৫ জন ব্যাক্তি এ পেশায় যুক্ত ছিলো ৷

ad

পাঠকের মতামত