
৫০০ টাকার জন্য নেচে দেখালেন অভিনেত্রী ভাবনা!
বিনোদন ডেস্ক : তরুণ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিনয় করেই চলে এসেছেন সিনেমা প্রেমী দর্শকের পছন্দের অভিনেত্রীদের শীর্ষ তালিকায়। শুধু সিনেমাই নয়, ছোটপর্দায় তার অভিনয়দক্ষতাও প্রশংসনীয়।
অভিনয়ের বাইরেও দীর্ঘদিন ক্লাসিকাল নাচ শিখেছেন। আর ভাবনার নৃত্যশিল্পী হয়ে উঠার পেছনের কারিগর মূলত তার মা, রেহানা হাবিব। সন্তানের গুণ সম্ভবত মাকেই বেশি আনন্দিত করে তোলে।
আর তাই অবসরে ভাবনার কাছে নাচ দেখার বায়না করে বসেন মা। আর এমনটি জানা গেল ভাবনার মায়ের কারণে। তারই প্রতিফলন দেখা গেল মা রেহানা হাবিবের ফেসবুক অ্যাকাউন্টে।
সোমবার তিনি ভাবনার নাচের একটি ভিডিও ফেসবুকে আপ করে লিখেছেন, ‘আমি এভাবেই মাঝে মাঝে জোর করি আমাকে নেচে দেখাতে। ছোটবেলায় যখন বলতাম সাথে সাথে নাচত। এখন ৫০০ টাকার লোভ দেখালে একটু দেখায়’।
ভিডিওতে দেখা যায়, ভারতের দেবদাস সিনেমার জনপ্রিয় গান ‘দোলা রে দোলা..’ গানের তালে দারুণ নেচেছেন অভিনেত্রী ভাবনা।