182970

মুম্বাই কাঁপিয়ে ঘরে ফিরেছেন হৃদি

ষ্টার প্লাসে অনুষ্ঠিত ডান্স প্লাসে হাউস অব সুরাজ এর হয়ে মুম্বাই কাঁপিয়ে এবার দেশে ফিরেছেন হৃদি শেখ । তবে কপিরাট জনিত সমস্যার কারণে ফেসবুক ডিয়েক্টিভ হবার কারণে কারো সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি ।

দেশে ফিরে গত সপ্তাহে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতার গ্রান্ড ফিনালেতে গেস্ট এপেয়ারেন্স হিসেবে অংশনেন তিনি।

ফেসবুক ডিয়েক্টিভ হবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ফেসবুক অথোরিটির সাথে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমি আমার ফেইসবুক প্রোফাইল ও পেজ পুনরায় এক্টিভ করতে পারবো এবং পুনরায় সবার সাথে যোগাযোগ করতে পারবো।

ad

পাঠকের মতামত