
নিজের প্রেমিককে অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখলেন ‘মিস ইন্ডিয়া’ পূজা!
২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া’ নির্বাচিত হয়ে সবার নজর কাড়েন পূজা চোপড়া। তারপর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। স্পটবয় ডট কম-এর খবরে বলা হয়, সম্প্রতি পূজা চোপড়া তার বয়ফ্রেন্ডের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় অন্য এক নারীকে দেখতে পেয়েছেন। যে নারীর সঙ্গে তার বয়ফ্রেন্ডকে দেখা গেছে। ওই নারী তার বয়ফ্রেন্ডের প্রাক্তন গার্লফ্রেন্ড বলে জানা যায়। এমন দৃশ্যের একটি ছবি কেউ পূজাকে পাঠিয়েছেন।
সেই ছবি দেখে ভীষণ ক্ষিপ্ত হয়ে তৎক্ষণাৎ পূজা তার বয়ফ্রেন্ডকে কল দেন। এ নিয়ে দু’জনের তুমুল কথা কটাকাটিও হয়েছে, সম্পর্কেও ধরেছে চিড়। এরপরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পূজা। এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো বলে করছেন পূজা চোপড়া।