182660

সিনেমা হলে খাবার নেয়ার জন্য গর্ভবতী!

ছবিটিতে যে তরুণীটিকে দেখা যাচ্ছে তার নাম অ্যাঞ্জেলা ব্রিসক্, দেখে মনে হবে তিনি গর্ভবতী! আসলে তিনি গর্ভবতী না। সম্প্রতি নিজেই টুইট করে ছবিটি প্রকাশ করেছেন অ্যাঞ্জেলা। হঠাৎ দেখলে যা মনে হচ্ছে ঘটনা কিন্তু তা নয়।

এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবেলা।

আমরা কম বেশি সবাই জানি মাল্টিপ্লেক্সে বাইরের খাবার নিয়ে ঢোকার মানা। আর তার জন্য এক অদ্ভুত ফন্দি এঁটেছেন তরুণী অ্যাঞ্জেলা। বলা বাহুল্য, শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বহু দেশেই প্রেক্ষাগৃহে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। ভিতরে চড়া দাম দিয়ে খাবার কেনার তিক্ত অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এ থেকে রেহাই পেতেই নতুন উপায় বার করেছেন ছবির তরুণী অ্যাঞ্জেলা।

অ্যাঞ্জেলার দাবি, থার্মোকলের একটা অর্ধগোলকের মধ্যে যাবতীয় খাবার ভরে জামার তলা দিয়ে পেটে ঢুকিয়ে নিলেই হয়ে গেলো। অন্তঃসত্ত্বা ভেবে কেউ সন্দেহ করবে না। আর তাই বেশি দাম দিয়ে খাবার কেনারও প্রয়োজন পড়বে না।

বুদ্ধিটা খারাপ না হলেও কত বার এভাবে ফাঁকি দেওয়া যাবে কর্তৃপক্ষকে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে তরুণী অ্যাঞ্জেলার এই বুদ্ধি কিন্তু বেশ ভাল লেগেছে অনেকেরই। তাঁর টুইটটি এরমধ্যেই ৪২,০০০ লাইক এবং ১৯,৭৮২টি রিটুইটও হয়েছে।

ad

পাঠকের মতামত