
শরীরে সাপ ছেড়ে দেওয়ার প্রতিশোধ নিলেন যেভাবে সানি লিওন (ভিডিও)
শরীরে সাপ ছাড়ার প্রতিশোধ নিলেন সানি লিওন। রজনি নামে যে সহকর্মী সানি লিওনের ওপর সাপ ছেড়ে ভয় দেখিয়েছিল, তার মুখে দুটি চকোলেট কেক চেপে দিলেন সাবেক এই পর্ন তারকা।
তার পরে অবশ্য রজনির হাত থেকে বাঁচতে ছুটে পালাতে দেখা গেল সানিকে।
সানির আগামী ছবির সেটে সাপ ছাড়ার ফুটেজ এবং তারপর বদলা নেওয়ার ফুটেজ, দুটি ভিডিওই সানি নিজেই আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিচে ক্যাপশন লিখেছেন, তার সঙ্গে উল্টোপাল্টা কোনও কাজ করলে এই ভাবেই বদলা নেবেন তিনি। ছবির সেটে হওয়া এই মজাদার ঘটনায় সেটের সবাই তো বটেই সানির অনুরাগীও উচ্ছ্বসিত।
https://www.youtube.com/watch?v=wYmb2MURxGo