বিবাহ বিচ্ছেদ ৫ বছর আগে হওয়া ধর্ষণের ভিডিওর জেরে
এক দম্পতির বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াল পাঁচ বছর আগে হওয়া এক কিশোরীর ধর্ষণের ভিডিও। পুলিস এই ঘটনায় ২৫ বছরের ধর্ষণকারী যুবককে ভারতের উত্তরপ্রদেশের কোলার জেলার শ্রীনিবাসপুর থেকে গ্রেফতার করেছে।
পুলিস সূত্রের খবর, অভিযুক্ত আরিফ পাঁচ বছর আগে এক কিশোরীকে ধর্ষণ করে। শুধু তাই নয়, অভিযুক্তের ২ সঙ্গী সেই ধর্ষণের ভিডিও তুলে রাখে। এই ঘটনার কথা সেই সময় কিশোরী পুলিশকে না জানালেও পরবর্তীকালে তার বিবাহিত জীবনে ঘটনাটি প্রভাব ফেলে।
জানা গেছে, পাঁচ বছর আগের কিশোরী এখন ২০ বছরের তরুণী এবং তিনি বিবাহিত। অভিযুক্তরা ধর্ষণের ভিডিওর ক্লিপিং তরুণীর স্বামীকে পাঠিয়ে দেয়। এই ঘটনার পরেই তরুণীর সঙ্গে তাঁর স্বামীর ছ’মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেই তরুণী সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়ে জানিয়েছেন, অভিযুক্তরা ক্রমাগত তাকে ব্ল্যাকমেল করে চলেছে।
২০১২ সালে আরিফ তার প্রতিবেশীর মেয়েকে তুলে নিয়ে যায় একটি ফাঁকা জায়গায়। সেই সময় মেয়েটির বয়স ১৫ বছর ছিল।
কিশোরীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তাকে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করে আরিফ এবং ধর্ষণের ভিডিও করে তার দুই সঙ্গী।
২০১৫ সালে কিশোরীর যখন বয়স ১৮ তখন তার বিয়ে দেওয়া হয়। ধর্ষক আরিফ কোনওভাবে সেই তরুণীর স্বামীর নম্বর জোগাড় করে ধর্ষণের ভিডিও ক্লিপিং ও তরুণীর কিছু নগ্ন ছবি পাঠায়। গোটা ঘটনাটি জানার পর তরুণীর স্বামী তার থেকে আলাদা হয়ে যান। তরুণী তখন শ্রীনিবাসপুরে তার অভিভাবকের বাড়ি চলে আসেন। এখানে আসার পরেই অভিযুক্তরা আবারও তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে।