
নয়া স্ত্রীকে প্রকাশ্যে এনে যা বললেন হৃদয় খান!
সুজানার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গত ১০ সেপ্টেম্বর হুমায়রার সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঙ্গীতশিল্পী হৃদয় খান। বিয়ের ছবি সংবাদমাধ্যমে আসলেও হৃদয় খান বা হুমায়রা কেউই নিজেদের মিডিয়ায় প্রকাশ করেননি। তবে শুক্রবার হৃদয় খান তার নিজ ফেসবুক ফ্যান পেইজে স্ত্রী হুমায়রার সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং ছবিটির ক্যাপশনে হৃদয় খান ভক্তদের উদ্দেশ্যে লিখেন,”সোলমেট এমন একজন, যে জীবনকে জীবনে পরিণত করে… আমি আমার ভক্তদের জন্য সম্মানের সহিত প্রথমবার জীবনের সবচেয়ে ভাল মুহূর্তগুলির একটি ভাগ করলাম…
পরিচিত হন, হুমায়রা খান। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সুখের দিন শুরু…”
হৃদয় খানের তৃতীয় বিয়ে ছিল এটি । ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন এই সংগীত তারকা। ছয় মাসের মাথায় সেই সংসার ভেঙে যায়। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন মডেল সুজানাকে। তার সেই বিয়ে টিকেছিল মাত্র আট মাস।