182462

মাশরাফি ব্যাখ্যা দিলেন ওয়ান ডাউনে নামার

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষ হতে বাকী আর দুই বল। সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ডাগআউটে ফিরছেন আট নম্বরে নামা শাহরিয়ার নাফিস। তাসকিনের শেষ ওভারে জিততে তখনো দরকার দুই বলে ছয় রান। ক্রিজে আছেন রংপুরের লঙ্কান রিক্রুট থিসারা পেরেরা।

এদিকে নাফিস যখনই ফিরে যাচ্ছিলেন, তখনই রংপুরের কোচ টম মুডি এবং অধিনায়ক মাশরাফির সাথে কথা বলে উইকেটে আসছিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

এরপরে ১৯.৫ বলে দুই রান এবং শেষে ছক্কা মেরে দলকে জয় পাইয়ে দেন পেরেরা। ম্যাচ শেষে যখন মাশরাফিকে প্রশ্ন করা হয়েছিলো, কি বলেছিলেন মালিঙ্গাকে; তখন রংপুরের অধিনায়ক জানান, মালিঙ্গাকে সিঙ্গেল নিতে মানা করেছিলেন তিনি।

এদিকে ভাইকিংসের ছুঁড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে অতিক্রম করতে সবচেয়ে বেশি অবদান মাশরাফির। তিন নম্বরে খেলতে নেমে ১৭ বলে ৪২ রানের (চারটি চার, তিনটি ছক্কা) দারুণ একটি ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

ওয়ান ডাউনে নামার ব্যাখ্যা দিলেন মাশরাফি । নিজের তিন নম্বরে নামা প্রসঙ্গেও ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে কথা বলেছেন তিনি। সবকিছু নিয়ে জানিয়েছেন, “এরকম ম্যাচগুলো সবসময়ই অনেক চাপের। থিসারা শেষ বলে খুব সুন্দর একটি জয় উপহার দিয়েছে আমাদের। চাপের মধ্যে এমন ফিনিশিং দেওয়া কঠিন।

আমিও শেষদিকে মালিঙ্গাকে দৌড়াতে মানা করেছিলাম। কেননা থিসারা পেরারা একমাত্র ক্রিকেটার যে আমাদের জন্য ম্যাচটি ওই অবস্থায় জিততে পারতো। শুরুর দিকের ওভারগুলো কাজে লাগাতে চেয়েছিলাম, তাই তিন নম্বরে নেমেছি। ভাগ্য ভালো ছিল। রান পেয়েছি।”

ad

পাঠকের মতামত